সতর্কতার সঙ্গে ত্রাণ বুঝে নিন: মায়া

ত্রাণ নিয়ে কোনও ধরনের কারচুপি যেন না হয় সেজন্য সতর্কতার সঙ্গে যার যার ত্রাণ বুঝে নেওয়ার পরামর্শ দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেছেন, ত্রাণ নিয়ে কোনও ধরনের কারচুপি হতে দেবেন না। সরকারের প থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দেওয়া হচ্ছে। ত্রাণ নেওয়ার আগে আপনার জন্য কত কেজি বরাদ্দ করা হয়েছে ও কত কেজি দেওয়া হচ্ছে তা বুঝে নেবেন। আগামী ফসল না ওঠা পর্যন্ত ত্রাণ বিতরণ চলবে।

মঙ্গলবার ২৫ এপ্রিল নেত্রকোনার আটপাড়া উপজেলায় হাওরের পানি বেড়ে প্লাবিত এলাকা পরিদর্শনের সময় মন্ত্রী এসব কথা বলেন।

মায়া বলেন, প্রতিটি অসহায় পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা দেওয়া হবে। কাজেই খাবার নিয়ে চিন্তা করবেন না, খাদ্যের সংকট নাই। বাংলাদেশ ব্যাংক আপাতত কৃষি ঋণ আদায় স্থগিত করেছে। এ নিয়ে দুশ্চিন্তা করবেন না। এনজিওগুলোকে বলছি, আপনারা আপনাদের ঋণের কিস্তি আদায় আপাতত এক বছর বন্ধ রাখুন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, নেত্রকোনা ২ আসনের এমপি এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোনা ৩ আসনের এমপি ইফতেখারুল আলম পিন্টু, ডিসি ড. মুশফিকুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আজকের বাজার: আরআর/ ২৫ এপ্রিল ২০১৭