বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছিল। সোমবার ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে এই সতর্ক সংকেত তুলে নিয়েছে আবহাওয়া অফিস। তবে সোমবারও আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সকাল ১০টার পর থেকে সমুদ্র বন্দরগুলোর সতর্ক সংকেত আর থাকছে না। সেমাবারও আকাশে মেঘ থাকবে। কিন্তু, রাজধানীতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।
অপরদিকে, সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজকের বাজার: আরআর/ ১১ ডিসেম্বর ২০১৭