সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ

রাজধানীর সদরঘাটে দুইটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক যাত্রী। তাকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে রওনা দেয় গ্রিন লাইন ওয়াটার ওয়েজের যাত্রীবাহী লঞ্চটি। এর পাঁচ মিনিটের মধ্যে সাব্বির-২ নামের আরেক লঞ্চের সঙ্গে গ্রিন লাইনের সংঘর্ষ হয়। এ সময় সাব্বিরের সামনের অংশ গ্রিন লাইনের ভেতরে ঢুকে যায়। এতে গ্রিন লাইনের একটি অংশের ক্ষতি হয়।

ঘটনাস্থলে বিআইডব্লিউটিএ ও নৌ–পুলিশের দল কাজ করছে।

রাসেল/