ঢাকার সদরঘাট বুড়িগঙ্গা নদীর তেল ঘাট ডগ ইয়ার্ডে মঙ্গলবার এমভি ঝান্ডা- ২ লঞ্চের তৃতীয় তলায় আগুনে পুড়ে গেছে আটটি কেবিন।
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন ও সদর ঘাট নৌ পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লঞ্চটি মেরামতের সময় ওয়েলডিং থেকে আগুনের ফুলকি কেবিনের তোশকে পড়লে আগুনের সুত্রপাত ঘটে।
খবর পেয়ে বিআইডব্লিউটিএ ও সদরঘাট ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
জানা যায়, এমভি ঝান্ডা-২ লঞ্চটি ঢাকা ও বরিশালের রাঙাবালি নৌ-রুটে চলাচল করতো। কেরানীগঞ্জের তেলঘাট ডগ ইয়ার্ডে গত তিনদিন ধরে লঞ্চটির মেরামত কাজ চলছিলো।
আজকের বাজার/এমএইচ