ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবমুক্ত হয়ে আবহাওয়া অনুকূলে থাকায় আজ সোমবার সকাল ৬টা থেকে সারাদেশের অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনাগামী কয়েকটি লঞ্চ সকালে ছেড়ে যেতে গেছে বলে জানা গেছে।
ঘূর্ণিঝড ‘বুলবুলের’ প্রভাব স্বাভাবিক হওয়ায় প্রায় ৫০ ঘণ্টা পর সোমবার সকাল থেকে দেশের অভ্যন্তরীণ নৌ-রুটে যাত্রিবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) রবিবার রাতে এ বিষয়ে একটি নোটিশও জারি করেছিল। যদিও সেখানে আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে আজ থেকে নৌযান চালুর কথা ছিল।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান জানান, আজ সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে গত শুক্রবার থেকে দেশের সব রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।
আজকের বাজার/লুৎফর রহমান