সদরঘাট টার্মিনাল থেকে ৪১ রুটে সর ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তীণ নৌপিরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)
রোববার, দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে দুপুরে এক বৈঠকে বিআইডব্লিউটিএর নৌ–নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এই সিদ্ধান্ত নেয়।
ঢাকা নদীবন্দর নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত থাকায় ঢাকা নদীবন্দরের ৪১টি রুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল আজ বন্ধ রাখা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
লঞ্চ টার্মিনালের সংশ্লিষ্ট সূত্র বলছে, সদরঘাট টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে ৭৫ থেকে ৮০টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। তবে সাপ্তাহিক ছুটির দিনে এ সংখ্যা বেড়ে ৯০ থেকে ৯৫টি হয়।
আজকের বাজার/এমএইচ