সদরঘাট থেকে ৪১ রুটে লঞ্চ চলাচল বন্ধ

সদরঘাট টার্মিনাল থেকে ৪১ রুটে সর ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তীণ নৌপিরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)

রোববার, দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে দুপুরে এক বৈঠকে বিআইডব্লিউটিএর নৌ–নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এই সিদ্ধান্ত নেয়।

ঢাকা নদীবন্দর নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত থাকায় ঢাকা নদীবন্দরের ৪১টি রুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল আজ বন্ধ রাখা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

লঞ্চ টার্মিনালের সংশ্লিষ্ট সূত্র বলছে, সদরঘাট টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে ৭৫ থেকে ৮০টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। তবে সাপ্তাহিক ছুটির দিনে এ সংখ্যা বেড়ে ৯০ থেকে ৯৫টি হয়।

আজকের বাজার/এমএইচ