এক রণবীরের বিয়ে হতে না হতেই সদ্যোজাতকে কোলে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিলেন আরেক রণবীর। তবে কি মা হয়েছেন দীপিকা? না, বিষয়টা অন্য রকম।
১৩ মে মুক্তি পাবে রণবীর অভিনীত ছবি ‘জয়েশভাই জোরদার’। সেই লুকেই নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। হাতে রয়েছে সদ্যোজাত।
অনুরাগীদের প্রশ্ন করে পোস্টে রণবীর লিখেছেন, ‘জয়েশভাইয়ের ছেলে হবে না মেয়ে? আপনাদের কী মনে হয়?’ নতুন ছবি প্রকাশের আগাম খবর দিতেই রণবীরের এই পোস্ট।
ছবিতে রণবীরের চরিত্রটি এক গুজরাতির। ছবির প্রথম পোস্টার সামনে এসেছিল বছর তিনেক আগে, ২০১৯ এ। সম্প্রতি আর একটি পোস্টার মুক্তি পেয়েছে। সেটা দেখেই সবার মনে প্রশ্ন। দীপিকার স্বামীর কোলে এ কোন সন্তানের ছবি?
গুজরাতি ভাষা, খাবার, সংস্কৃতির প্রতি নিজের ভালোবাসার কথা আগেই প্রকাশ করেছেন রণবীর। যশরাজ ফিল্মসের ছাতার নিচে মুক্তি পেতে চলেছে ‘জয়েশভাই জোরদার’। ছবিতে রণবীরের সঙ্গে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী শালিনী পাণ্ডেকে। ছবির পরিচালনায় দিব্যাঙ্কা ত্রিপাঠী। গত কয়েক বছরে ‘৮৩’, ‘পদ্মাবত’, ‘সিম্বা’, ‘বাজিরাও মস্তানি’র মতো একের পর এক হিট ছবিতে দেখা গিয়েছে রণবীর সিংকে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান