বিয়ের সাতমাস পরও সন্তান নিতে চাচ্ছিলেন না স্ত্রী বুলবুলি। তাই ধর্মান্তরিত মোহাম্মদ আলী তার সৎ পুত্র ও স্ত্রী’র আগের সংসারের একমাত্র ছেলে সন্তান রিফাত হোসেনকে (৭) গলাকেটে হত্যা করেছেন।
রাজশাহীর পুঠিয়া উপজেলার সেনভাগ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করেছে। সে নাটোরের একডালা এলাকার বাসিন্দা।
এর আগে সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার সেনভাগ এলাকায় রিফাতকে এনে চাকু দিয়ে গলাকেটে হত্যা করা হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, সাত বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন মোহাম্মদ আলী। গত সাতমাস আগে তিনি এক সন্তানের জননী বুলবুলিকে বিয়ে করেন। প্রথম স্বামীকে তালাক দিয়ে নব মুসলিম মোহাম্মদ আলীকে বিয়ে করেন বুলবুলি।
তিনি বলেন, হত্যাকাণ্ডের কথা স্বীকার করে মোহাম্মদ আলী পুলিশকে জানিয়েছে, তার স্ত্রী বুলবুলি নতুন করে সন্তান নিতে না চাওয়ায় সৎ সন্তান রিফাতকে সে হত্যা করেছে। হত্যার আগে রিফাতকে তরমুজ কিনে দেওয়ার নাম করে নিয়ে যান।
তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
আজকের বাজার/এমএইচ