সন্ত্রাসবাদের ঝুঁকিতে বাংলাদেশ: বেড়েছে এক ধাপ

২০১৭ সালে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে এক ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। ২০১৭ সালের সূচকে বিশ্বের ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২১ তম। ২০১৬ সালে এই অবস্থান ছিল ২২তম।

শনিবার ২ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনোমিক এন্ড পিস বা আইইপি সূচকটি প্রকাশ করেছে। গত ৫ বছর ধরে তারা এ সূচক প্রকাশ করে আসছে।

২০১৬ সালে সংঘটিত সন্ত্রাসী ঘটনার ওপর ভিত্তি করে এই সূচকটি তৈরি করা হয়েছে।

সূচকে আগের বছরের মতোই প্রথম ছয়টি স্থান অপরিবর্তিত রয়েছে। এই ছয় স্থানে আছে যথাক্রমে, ইরাক, আফগানিস্তান, নাইজেরিয়ায়, সিরিয়া, পকিস্তান ও ইয়েমেন।

প্রতিবেশী দেশ ভারত রয়েছে ৮ম অবস্থানে। তালিকার সর্বশেষ অর্থাৎ ১৩০ তম অবস্থানে রয়েছে জাম্বিয়া। সংস্থার হিসেবে দেশটিতে গত বছর কোনো সন্ত্রাসী হামলার ঘটনাই ঘটেনি।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালটি বাংলাদেশের জন্য কিছুটা সহনীয় ছিল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার ঝুঁকিতে ছিল আফগানিস্তান। এরপর রয়েছে পাকিস্তান এবং ভারত। এই তালিকায় বাংলাদেশ রয়েছে নিচের দিকে। এছাড়া নেপাল, শ্রীলঙ্কা এবং ভূটান রয়েছে আরও সহনীয় অবস্থানে। তালিকায় এই তিনটি দেশের অবস্থান যথাক্রমে ৪৪, ৬৮ এবং ১২৮।

সংস্থাটি দেশগুলোকে সবচেয়ে বেশি ঝুঁকি, তার চেয়ে কম ঝুঁকি এভাবে করে মোট ৬টি ভাগে ভাগ করেছে। বাংলাদেশ এর দ্বিতীয় ভাগেই রয়েছে।

সন্ত্রাসের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা প্রথম দশটি দেশের ৯টিই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। প্রতিবেদনে বলা হয়, এই দেশগুলো নানা ধরনের জঙ্গি সংগঠনের হামলায় আক্রান্ত।

এর আগে জুন মাসে বিশ্ব শান্তি তালিকা বা গ্লোবার পিস ইনডেক্স প্রকাশ করে একই সংস্থা। সেখানে বাংলাদেশের অবস্থান ছিল ৮৪ তম যা তার আগের বছরের তুলনায় ২ ধাপ খারাপ।

আজকের বাজার:এলকে/এলকে ৩ ডিসেম্বর ২০১৭