সন্ত্রাসীদের নিয়ে রাজনীতে করে ক্ষমতায় আসা যাবে না বলে মন্তব্য করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার (১০ মে) দুপুরে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা ট্রাক,ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিএনপি আসলে রাজনীতির সূত্র জানেন না বলেও তিনি মন্তব্য করেন।
নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘শ্রমিক বা সাধারণ মানুষের রক্ত দিয়ে কাউকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিবে না। দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে জনগণ যাদের ভোট দিবে তারাই সরকার গঠন করবেন।
মন্ত্রী বলেন, যারা দেশের মানুষকে বিভ্রান্ত করে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে ক্ষমতায় আসেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার চেষ্টা করেছেন তারা কিন্তু সফল হতে পারেননি। তারা দেশের উন্নতি করতে পারেননি।
বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সাধারণ সম্পাদক ওসমান আলীসহ জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আরজেড/রাজীব