দুই বছর আগে জাকার্তার প্রাণকেন্দ্রে হওয়া আত্মঘাতী হামলার মূল পরিকল্পনাকারী এক ধর্মীয় নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ইন্দোনেশিয়ার একটি আদালত।
শুক্রবার (২২ জুন) দেশটির আদালতে আবদুর রহমান নামের এই ধর্মযাজককে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারক।
জাকার্তা আদালতে সশস্ত্র পুলিশের কড়া প্রহরার মধ্যে দিয়ে মামলার শুনানি হয়। এতে আব্দুর রহমান ওই সন্ত্রাসী হামলার মূলহোতা বলে প্রমাণিত হলে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়।
২০১৬ সালের ওই সন্ত্রাসী কর্মকাণ্ডই ইন্দোনেশিয়ায় ইসলামিক স্টেটের যোগসাজশে হওয়া প্রথম কোনো হামলা বলে দাবি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
ওই হামলায় চার ব্যক্তির মৃত্যু হয়। এদের মধ্যে দু’জন বোমায় নিজেদের উড়িয়ে দিয়েছিলেন, বাকি দু’জন গোলাগুলিতে মারা পড়েন।
হামলার ছয় বছর আগে থেকেই জেলে অবস্থান করছিলেন আবদুর রহমান। কারা প্রকোষ্ঠে বসে তার করা পরিকল্পনাতেই দু্ই বছর আগের ওই হামলা হয় বলে জানান তদন্ত কর্মকর্তারা।
আজকের বাজার/ এমএইচ