দিল্লি পুলিশ ভারতের রাজধানী নগরীতে সন্দেহভাজন দুই সন্ত্রাসীর প্রবেশ করার সম্ভাবনার ব্যাপারে সতর্কতা জারি করেছে। বুধবার স্থানীয় সংবাদ মাধ্যম একথা জানায়। খবর সিনহুয়ার।
পুলিশ দিল্লির ‘৩৬০ কিলোমিটার দূরে’ একটি সাইনবোর্ডে এ দুই সন্ত্রাসীর ছবি প্রকাশ করেছে।
এ দুই সন্ত্রাসীর ব্যাপারে সতর্কতা জারির পর নিরাপত্তা কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসবের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনারও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দিল্লির কেন্দ্রস্থলের পাহাড়গঞ্জ এলাকায় এ দুই সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে এমন আশংকায় পুলিশ সতর্কতা জারি করে বলেছে, দিল্লি বা এর আশপাশের কোন এলাকায় তাদেরকে দেখতে পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে স্থানীয় জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।