রাঙ্গামটির কতিুকছড়ি বাজার এলাকা থেকে অস্ত্রের মুখে অপহৃত হওয়া পার্বত্য শান্তিচুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙ্গামাটি শাখার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমার সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে অপহরণের ৩১ দিন পর খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর এলাকায় অপহৃতদের অভিভাবক ও স্থানীয় মুরব্বীদের জিম্মায় তাদের মুক্তি দেয়া হয়।
ইউপিডিএফ’র সংগঠক মাইকেল চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে অভিভাবক ও মুরব্বিদের জিম্মায় দুই নেত্রীকে অপহরণের এক মাস একদিন পর মুক্তি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, এই দুই নেত্রীকে অপহরণের জন্য ইউপিডিএফ ও হিল উইমেন্স ফেডারেশন প্রতিপক্ষ ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করে আসছিল।
আজকের বাজার/ এমএইচ