ইন্দোনেশিয়াতে সন্ধান মিলল পৃথিবীর সব থেকে বড় ফুলের। লাল রংয়ের ওই ফুলের নাম র্যাফ্লেশিয়া তুয়ান মুদাই। ফুলটির আকৃতি প্রায় ১১১ সেন্টিমিটার বা ৩.৬ ফুট। এছাড়াও ঘন লাল আকৃতির ওই ফুল চোখে পরার পরে পরীক্ষা করে জানিয়েছিলেন এই ফুল ভেঙে দিয়েছে সব থেকে বড় ফুলের রেকর্ড।
বেশ কিছু বছর আগে পাওয়া পশ্চিম সুমাত্রার একটি ফুল যার আকার ছিল ১০৭ সেন্টিমিটার সেটি ছিল সব থেকে বড় ফুল। কিন্তু ইন্দোনেশিয়ার এই ফুলটি উদ্ধার হওয়ার পরে সেই রেকর্ড ভেঙে দিল বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আদে পুত্রা নামের এক বিশেষজ্ঞ জানিয়েছেন এখন পর্যন্ত সব থেকে বড় আকৃতির ফুলের রেকর্ডে নিজের নাম লিখিয়েছে এই ফুলটি। এছাড়াও জানিয়েছেন নষ্ট হয়ে ঝরে যাওয়ার এক সপ্তাহ আগেই এই ফুলটি ফুটেছিল।
যদিও এই ফুলের অংশ বিশেষজ্ঞরা তাঁদের সঙ্গে নিয়ে গিয়েছেন পরীক্ষার জন্য বলে জানা গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে এই ফুলটি এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের বেশ কিছু জায়গাতে হয়ে থাকে। এছাড়াও ফিলিপাইন্সেও হয়ে থাকে। খাদ্যাভ্যাসের দিক থেকে জানা গিয়েছে এই ফুলটি বিশেষ ধরণের গন্ধের সাহায্যে পোকামাকড়কে আকৃষ্ট করে খেয়ে থাকে
আজকের বাজার/লুৎফর রহমান