একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর আজ শুক্রবার সন্ধ্যায় প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রধানমন্ত্রীর এ ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করবে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পর শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেন। গত ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। নতুন সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি শুরু হবে।