সন্ধ্যায় বুলবুলের সার্জারির সিদ্ধান্ত

প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের আজ সন্ধ্যায় ইফতারের পর সার্জারির সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আগের থেকে ভালো আছেন।

শনিবার (১৯ মে) দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

এর আগে ১৫ মে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই সংগীতজ্ঞ জানান, তিনি গুরুতর অসুস্থ এবং ৪ দিন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে ছিলেন তিনি। পরবর্তী ১০ দিনের মধ্যে যেকোনো সময় বাইপাস সার্জারি করতে প্রস্তুত রয়েছেন তিনি। বুলবুলের অসুস্থতার খবর পেলে তার চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমান শারীরিক অবস্থা জানতে শনিবার আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে ফোনে আবারও কথা হয়। তিনি জানান, এই মুহূর্তে কিছুটা ভালো আছেন। আজ সন্ধ্যায় ইফতারের পর অপারেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজকের বাজার/আরআইএস