সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

পবিত্র মাহে রমজান কবে হবে তা নির্ভর করবে চাঁদ দেখার উপর। তাই সারাদেশের মুসলিমরা সন্ধ্যা হতেই তাকিয়ে থাকবেন আকাশের দিকে। তবে প্রতিবছর জাতীয়ভাবেই চাঁদ দেখে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়। এ বছরও সে ঘোষণা দেবে কমিটি।

জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার (১৬ মে) মাগরিবের নামাজের পর বৈঠকে বসবেন। তখন পবিত্র রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত দিবে এ কমিটি। এরপরই রমজান শুরুর সঠিক সময় জানা যাবে।

ধর্মমন্ত্রী ও কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষেএ সভা অনু্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর অনুরোধ করা হয়। চাঁদ দেখার তথ্য জানানো যাবে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭, ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে।

রাসেল/