চলমান ত্রিদেশীয় টি২০ সিরিজের ফাইনাল নিশ্চিত করতে সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন ও গাজী টিভি।
সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে হারতে থাকা বাংলাদেশকে পথ দেখিয়েছিল তরুণ আফিফ হোসেনের ব্যাট। কিন্তু পরের ম্যাচেই আফগানিস্তানের সাথে বাজেভাবে হেরে যায় সাকিব আল হাসানের দল। ফলে তৃতীয় ও চতুর্থ টি-২০ ম্যাচের জন্য টাইগার দলে ব্যাপক পরিবর্তন আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সৌম্য সরকার, আবু হায়দার রনি, মেহেদী হাসান এবং ইয়াসিন আরাফাতকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মাদ নাঈম শেখ এবং আমিনুল ইসলাম বিপ্লবকে।
শফিউল এবং রুবেল দলে ডাক পেয়েছেন। অন্যদিকে নাজমুল, নাঈম এবং আমিনুল প্রথমবারের মতো টি২০ স্কোয়াডে ডাক পেয়েছেন।
আজকের বাজার/লুৎফর রহমান