সদ্য শেষ হওয়া সপ্তাহজুড়ে পুঁজিবাজারে দরপতন অব্যাহত থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৫৫ পয়েন্ট। সাথে সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেনও।
ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্সের পাশাপাশি সপ্তাহজুড়ে কমেছে অন্য দুটি সূচকও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ১ হাজার ৯৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৬১৮ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে ৬৬৫ কোটি টাকা বা ২৫.৪১ শতাংশ।
ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ৪ দশমিক ৪৮ শতাংশ বা ২৫৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ৪ দশমিক ৮৪ শতাংশ বা ১০৩ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ৩ দশমিক ১২ শতাংশ বা ৪১ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টি কোম্পানির। আর দর কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। সার্বিক সূচক কমেছে ২ দশমিক ৬৫ শতাংশ।
সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টি কোম্পানির। আর দর কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।
আরএম/