গেলো সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্যমতে, বিদায়ী সপ্তাহজুড়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড-এর দর কমেছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩ লাখ ৭৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৩ হাজার ৫০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা স্পিনার্স এবং তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স।
জানা গেছে, ডেল্টা স্পিনার্সের দর কমেছে ২৬ দশমিক ৩২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৫ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ লাখ ৭৯ হাজার ২৫০ টাকা। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের দর কমেছে ২৩ দশমিক ০৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৫৭ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এক্সিম ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে ২০ দশমিক ৪৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ১৮ দশমিক ৭৩ শতাংশ, আরএন স্পিনিংয়ের ১৭ দশমিক ৫০ শতাংশ, মতিন নিটিংয়ের ১৫ দশমিক ৭১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ১৫ দশমিক ৬৯ শতাংশ, কেয়া কসমেটিকসের ১৪ দশমিক ৮১ শতাংশ এবং এএমসিএলের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ৭৮ শতাংশ।
আজকের বাজার / এ.এ