গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড-এর দর কমেছে ২১ দশমিক ৫৬ শতাংশ। সর্বমোট ১৯ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে কোম্পানিটি। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯১ লাখ ৫৩ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস এবং তৃতীয় স্থানে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।
সপ্তাহজুড়ে সায়হাম টেক্সটাইল মিলসে-এর দর কমেছে ১৯ দশমিক ০৮ শতাংশ। গেল সপ্তাহে কোম্পানিটি সর্বমোট লেনদেন করে ৮ কোটি ২৪ লাখ ৪১ হাজার টাকা। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬৪ লাখ ৮২ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে ১৮ দশমিক ৯২ শতাংশ। সপ্তাহজুড়ে সর্বমোট ১০ কোটি ৭৩ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর কমেছে ১৮ দশমিক ৩২ শতাংশ, মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের ১৭ দশমিক ৬৫ শতাংশ, জিবিবি পাওয়ারের ১৭ দশমিক ৫০ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৭ দশমিক ৪১ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ১৭ দশমিক ৩৯ শতাংশ, ইন্ট্রাকোর ১৬ দশমিক ৩৬ শতাংশ এবং ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের শেয়ার দর কমেছে ১৬ দশমিক ৩০ শতাংশ।
আজকের বাজার/এ.এ