বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৬টি কোম্পানির ৬০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, কুইনসাউথ টেক্সটাইল, এনসিসি ব্যাংক, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লিনডে বিডি, সিঙ্গার বিডি, স্টাইল ক্রাফট, ইউনাইটেড পাওয়ার, এসইএমএল লেকটাচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, সামিট পাওয়ার, বিবিএস, মিরাকল, প্যারামাউন্ট টেক্সটাইল এবং শাশা ডেনিমস।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে এ সব কোম্পানির ৬০ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির মোট ২৭ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ৯ লাখ ৫২ হাজার ১০০টি শেয়ার ৮ বার হাত বদল হয়েছে।
সপ্তাহজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে গ্রামীন ফোনের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ লাখ ৭০ হাজার শেয়ার ১১ কোটি ৪৬ লাখ টাকায় লেনদেন হয়েছে। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এনসিসি ব্যাংকের। সপ্তাহজুড়ে ব্যাংকটির ২৮ লাখ ৮১ হাজার ২৮৯টি শেয়ার ৪ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকায় লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে কুইনসাউথ টেক্সটাইলের ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকের ২ কোটি ৪ লাখ টাকার, ওয়েস্টার্ন মেরিনের ২২ লাখ ৬০ হাজার টাকার, লিনডে বিডির ৪৯ লাখ ৬০ হাজার টাকার, সিঙ্গার বিডির ৬৩ লাখ ৬০ হাজার টাকার, স্টাইল ক্রাফটের ৭ লাখ টাকার, ইউনাইটেড পাওয়ারের ৩ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২২ লাখ টাকার, সামিট পাওয়ারের ৩ কোটি ৬১ লাখ টাকার, বিবিএসের ৩ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকার, মিরাকলের ২৪ লাখ ৭০ হাজার টাকার, প্যারমাউন্ট টেক্সটাইলের ২৬ লাখ ২০ হাজার টাকার এবং শাশা ডেনিমসের ২১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরএম/