বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭২ লাখ ২৯ হাজার ২১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬২ কোটি ৮২ লাখ টাকা।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এই কোম্পানির ৩০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৭ কোটি ৭০ লাখ টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা। এই কোম্পানিটির মোট ১৭ লাখ শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫১ কোটি ২০ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংক ৬ লাখ ৬৭ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৫২ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যাইল ক্রাফট, অ্যাপেক্স ট্যানারি, ইউনাইটেড পাওয়ার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল,গ্রামীণফোন, লংকাবাংলা ফিন্যান্স, আমরা নেটওয়ার্কস, অ্যাপেক্স ফুডস, বিএটিবিসি, সিটি ব্যাংক, ডিবিএইচ, জেএমআই সিরিঞ্জ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও আরএসআরএম স্টিল।
আরএম/