সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর এক কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৩৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪২ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা।
লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। সপ্তাহজুড়ে ব্যাংকটির ৫৫ লাখ ৯৯ হাজার ৩৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন। কোম্পানিটি ৬ কোটি ২৮ লাখ ২১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৫৫ লাখ টাকা।
তৃতীয় অবস্থানে রয়েছে বিট্রিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটি ১ লাখ ৪০ হাজার শেয়ার ১৯ কোটি ৯১ লাখ টাকায় লেনদেন হয়েছে।
এছাড়া স্কয়ার ফার্মার ১৯ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৯ কোটি ৪৩ লাখ টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৩ কোটি ৮৫ লাখ টাকার, এনসিসি ব্যাংকের ৪ কোটি ৬ লাখ ১০ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭০ হাজার টাকার, এসকে ট্রিমসের ৪৯ লাখ ৫০ হাজার টাকার, ইউনাইটেড ফাইন্যান্সের ৩১ লাখ ৫০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৫২ লাখ ৬০ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ১ কোটি ৪৬ লাখ টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৫ লাখ টাকার, ইস্টার্ন ব্যাংকের ২৭ লাখ ২০ হাজার টাকার, মাইডান্স ফাইন্যান্সের ৫৫ লাখ ২০ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার, ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকার, এএফসি এগ্রোর ৬ লাখ টাকার, আইপিডিসির ৫ লাখ ১ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ১০ লাখ টাকার, আমরা নেটওয়ার্কসের ৪৭ লাখ টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৬ লাখ ২০ হাজার টাকার, এস্কয়্যার নিট কম্পোজিটের ৬৫ লাখ টাকার, ফরচুন সুজের ৫ কোটি ৭৮ লাখ টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১৫ লাখ টাকার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ৪০ হাজার টাকার, রেনেটার ৪ কোটি ৬৬ লাখ টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৩ কোটি ১০ লাখ টাকার, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১০ লাখ ৮০ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ৪০ লাখ ৫০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২২ লাখ ১০ হাজার টাকার, আইডিএলসির ৩৭ লাখ ৭০ হাজার টাকার, ইফাদ অটোসের ১২ লাখ টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৮৭ লাখ ২০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ লাখ টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬০ লাখ ৫০ হাজার টাকার, তিতাস গ্যাসের ৩৭ লাখ টাকার এবং উত্তরা ব্যাংকের ২ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।