বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ৫৮০টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭৯ কোটি ৮৫ লাখ টাকা।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের। এই কোম্পানির এক কোটি ৬২ লাখ ৫৫ হাজার ১৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ৯৪ লাখ টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ২০ লাখ শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ৬ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মা ১৫ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, আইটিসি, মার্কেন্টাইল ব্যাংক, মুন্নু সিরামিক, ওয়ান ব্যাংক, সিটি ব্যাংক, পেনিনসুলা, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি, ন্যাশনাল হাউজিং, প্যাসিফিক ডেনিমস, স্যালভো কেমিক্যাল, সায়হাম টেক্সটাইল, অ্যাক্টিভ ফাইন, অ্যাপেক্স ট্যানারি, বঙ্গজ, বিডি অটোকার্স, ব্রাক ব্যাংক, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, যমুনা ব্যাংক, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, রেনউইক যজ্ঞেশ্বর, সিঙ্গারবিডি, প্যারামাউন্ট টেক্সটাইল, লিগ্যাসি ফুটওয়্যার, এইচআর টেক্সটাইল ও বিএটিবিসি।