বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯ কোম্পানি ও ২ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৮ কোটি ১৬ লাখ ৫৭ হাজার ৪৮৪টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১৬ কোটি ৭৯ লাখ টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের। এই কোম্পানির ৪ কোটি ৬১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১৮ কোটি ৫৬ লাখ টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড । গত সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ৫০ লাখ ৪৫ হাজার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬২ কোটি ৭১ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইল ৫০ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৫ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ,যমুনা ব্যাংক, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আইডিএলসি ফিন্যান্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইউনাটেড ফিন্যান্স, অ্যাপেক্স ট্যানারি, ইফাদ অটোস, রেনেটা, এসিআই, ইস্টার্ণ ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্রাক ব্যাংক, ইসলামী ব্যাংক ও ওয়াটা কেমিক্যাল লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে ১৪ অক্টোবর ২০১৭