সপ্তাহজুড়ে ব্লকে ২১ কোটি টাকার লেনদেন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট আট কোম্পানি ও এক মিউচ্যুয়াল মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৪ লাখ ২৯ হাজার ৭৩৫টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ৭৪ লাখ টাকা।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়,  ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে জাহিন স্পিনিং মিলস লিমিটেডের। এদিন কোম্পানির ৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির ৩ লাখ ৬ হাজার শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ২ কোটি ৮৩ লাখ  টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৩ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুডস, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, উসমানিয়া গ্লাস, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, স্কয়ার ফার্মা ও গ্রামীণফোন লিমিটেড।

আরএম/