সপ্তাহজুড়ে ব্লকে ৩১৩ কোটি টাকার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ১৪ কোম্পানি ও ২ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৯ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৮০৭ টাকার লেনদেন হয়েছে।

ডিএসসি সূত্রে জানায়, আলোচ্য সপ্তাহে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। এই কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২৫১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। আর হাত বদল হয়েছে ৮ কোটি ৯৮ লাখ ৬ হাজার ১০৮টি শেয়ারের।

দ্বিতীয় অবস্থানে ছিল এক্সিম ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২০ লাখ শেয়ারের হাত বদল হয়েছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ৩৬ লাখ টাকা।

তৃতীয় অবস্থানে ছিল রিলায়েন্স-১ মিউচ্যুয়াল ফান্ড। বিদায়ী সপ্তাহে ফান্ডটির ১৬ লাখ ইউনিট হাত বদল হয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, আল-আরাফাহ ইসলামী ব্যাংক,ন্যাশনাল ফিড মিল, অলিম্পিক এক্সেসরিজ, আরএকে সিরামিক, আরএসআরএম স্টিল, বিএটিবিসি, ব্রাক ব্যাংক, গ্রামীণ ফোন, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা ও রেনেটা লিমিটেড।

আজকের বাজার:এলকে/এলকে/ ৯ সেপ্টেম্বর ২০১৭