বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৪ কোম্পানি ও ১ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬ কোটি ৭০ লাখ ৮২ হাজার ৪৬৬টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫১৪ কোটি ৮৫ লাখ টাকা।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের। এই কোম্পানির ৪ কোটি ৪৫ লাখ ৫৪ হাজার ২৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪১ কোটি ৭২ লাখ টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ণ কেবলস লিমিটেড। আজ কোম্পানিটির মোট ৪৭ লাখ ৮৫ হাজার ১৫৪টি শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭১ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ম্যাকসন স্পিনিং ২৩ লাখ ৯১ হাজার ৮১৪টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২ কোটি ২৯ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, এসিআই, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিএমসি কামাল, কনফিডেন্স সিমেন্ট, ড্যাফোডিল কম্পিউটার্স, ঢাকা ব্যাংক, দেশ গার্মেন্টস, ড্রাগন সোয়েটার, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন হাউজিং, জেমিনি সি, গ্রামীণফোন, মোজাফফর হোসেন স্পিনিং, এমজেএলবিডি, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল টিউবস, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিঙ্গার বিডি, উত্তরা ব্যাংক, জাহিন স্পিনিং, বিএটিবিসি, সিটি ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, কেপিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেকিট বেনকিজার ও স্কয়ার ফার্মা।
আজকের বাজার: সালি / ১৮ নভেম্বর ২০১৭