বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৮ কোম্পানি ও ৩ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৮২৮টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯০ কোটি ৩২ লাখ টাকা।
ডিএসই সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের। এই কোম্পানির ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ১৯ লাখ টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড । শনিবার কোম্পানিটির মোট ২০ লাখ ৫৪ হাজার ৬০৬টি শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৮০ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ১৫ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডিকম অনলাইন, বিএটিবিসি, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ডিবিএইচ, ঢাকা ইন্স্যুরেন্স, ইবিএল, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ফ্যাস ফিন্যান্স, গ্রামীণফোন, আইডিএলসি, লিন্ডেবিডি, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, সন্ধানী ইন্স্যুরেন্স, সিঙ্গারবিডি ও স্টাইল ক্রাফট লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে ৪ নভেম্বর ২০১৭