বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ২২৬টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৮ কোটি ৭৫ লাখ টাকা।
ডিএসই সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের। এই কোম্পানির ১ কোটি ১৫ লাখ ১১ হাজার ৪৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ৭৭ লাখ টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড । আজ কোম্পানিটির মোট ২০ লাখ শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ৮২ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংক ১২ লাখ ৩৭ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ৭৯ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টিউবস, ইসলামী ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এসিআই, ইসলামী ব্যাংক, ইবনে সিনা, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, ব্রাক ব্যাংক, অ্যাপেক্স ট্যানারি ও স্কয়ার ফার্মা।