সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১০১ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকার। যা আগের সপ্তাহ থেকে ৪১ কোটি টাকা বেশি। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ২৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এ সব কোম্পানির ১০১ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন ১৬ কোম্পানির ৬০ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছিল। সপ্তাহের ব্যবধানে ব্লক মার্কেটে লেনদেন আগের সপ্তাহ থেকে ৪১ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা বেশি হয়েছে।
কোম্পানিগুলো হলো : আলিফ ইন্ডাস্ট্রিজ, এমবি ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, স্টাইলক্রাফট, আইডিএলসি, ইস্টার্ন ব্যাংক, কুইনসাউথ টেক্সটাইল, আমরা নেটওয়ার্ক, আমান ফিড, লিবরা ইনফিউশন, মিরাকল, রেনেটা, অ্যাডভেন্ট ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, ইস্টার্ন লুব্রিকেন্ট, খুলনা পাওয়ার, লিগ্যাছি ফুটওয়্যার, প্রাইম ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, শাশা ডেনিমস এবং ইউনাইটেড পাওয়ার।
বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের। কোম্পানিটির মোট ৩১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ৭ লাখ ৬৮ হাজার ৪২৩টি শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে।
সপ্তাহজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০ লাখ ৮৪ হাজার শেয়ার ৩০ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকায় লেনদেন হয়েছে। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২ লাখ ২৫ হাজার ৯৮৬টি শেয়ার ১২ কোটি ৭ লাখ ১০ হাজার টাকায় লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ২১ লাখ ১০ হাজার টাকার, এমবি ফার্মার ৭ লাখ ৪০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩৮ লাখ ৮০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকার, স্টাইলক্রাফটের ২ কোটি ২২ লাখ টাকার, আইডিএলসির ৪ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ৩ কোটি ৫৫ লাখ টাকার, কুইনসাউথ টেক্সটাইলের ৫ লাখ ৫০ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ৪২ লাখ টাকার, আমান ফিডের ৪৭ লাখ ৯০ হাজার টাকার, লিবরা ইনফিউশনের ১০ লাখ ৯০ হাজার টাকার, মিরাকলের ২৪ লাখ ১০ হাজার টাকার, রেনেটার ৫৪ লাখ ৮০ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১৯ লাখ টাকার, কনফিডেন্স সিমেন্টের ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিকেন্টের ৯ লাখ ৭০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৭২ লাখ টাকার, লিগ্যাছি ফুটওয়্যারের ৩০ লাখ ২০ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ৭ লাখ ৯০ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬০ লাখ ৬০ হাজার টাকার, শাশা ডেনিমসের ৯ লাখ ৭০ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরএম/