পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানি গেলো সপ্তাহে লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এসব লভ্যাংশ দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
যেসব কোম্পানি লভ্যাংশ ঘোষনা করেছে সেগুলো হচ্ছে- অ্যাপোলো ইস্পাত শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ বোনাস, বঙ্গজ লিমিটেড ১৫ শতাংশ বোনাস, ফু-ওয়াং সিরামিক ১০ শতাংশ বোনাস, রিজেন্ট টেক্সটাইল ৫ শতাংশ বোনাস, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার ৩ শতাংশ নগদ, মতিন স্পিনিং ১৭ শতাংশ নগদ, পাওয়ার গ্রিড কোম্পানি ১৭ শতাংশ নগদ, স্ট্যান্ডার্ড সিরামিক ২ শতাংশ নগদ, ফার্মা এইডস ৫০ শতাংশ নগদ, এটলাস বাংলাদেশ ১০ শতাংশ বোনাস, মেঘনা পেট্রোলিয়াম ১৪০ শতাংশ নগদ এবং ন্যাশনাল টিউবস শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।