সপ্তাহজুড়ে ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স:

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৭ বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স:

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স:

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস মোট ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

সানলাইফ ইন্স্যুরেন্স:

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৭ বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।