সপ্তাহজুড়ে ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

সমাপ্ত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- জিএসপি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স এবং এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে।

জিএসপি ফাইন্যান্স

জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ২৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা শূন্য ৮ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৫ টাকা ২৪ পয়সা।

আইপিডিসি ফাইন্যান্স

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ১১ পয়সা।

প্রাইম ইন্স্যুরেন্স

প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আর প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে  ১৭ টাকা ২৬ পয়সা।

এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান

এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ০০৫৭ পয়সা। মার্কেট মূল্যে ফান্ডটির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে  ১২ টাকা ৮২  পয়সা। আর ক্রয় মূল্যে এনএভি হয়েছে ১১ টাকা ১৭ পয়সা।

আজকের বাজার : আরএম/১০ ফেব্রুয়ারি ২০১৮