সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্তি ৬ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৪ কোম্পানি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। মাত্র ২ কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাটা সু: বাটা সু’র পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ২৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। চলতি অর্থবছরের ৯ মাসের (জানুয়ারি সেপ্টেম্বর) ব্যবসায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এ সময়ে (৯ মাসে) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫৬.৭১ টাকা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩০৬.১৯ টাকা।

অন্তবর্তীকালীন ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর।

ঢাকা ডাইং: ৩০ জুন ২০১৭ অর্থবছরের জন্য ঢাকা ডাইংয়ের পরিচালনা পর্ষদ ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.৯৬ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৩২ টাকা।

আগামি ২৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামি ৫ ডিসেম্বর।

বিডি ওয়েল্ডিং: ৩০ জুন ২০১৭ অর্থবছরের জন্য বিডি ওয়েল্ডিংয়ের পরিচালনা পর্ষদ ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৯৫ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২.০৪ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

আইএসএন: ৩০ জুন ২০১৭ অর্থবছরের জন্য আইএসএনের পরিচালনা পর্ষদ ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৫২ টাকা। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪.২০ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

ইউনাইটেড এয়ারওয়েজ: ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতিআয় হয়েছে ০.৩১ টাকা। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১.৮২ টাকা।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ বছরের ডিভিডেন্ড ঘোষণার জন্য আগামী ডিসেম্বরে পরিচালনা পর্ষদের বেঠকে সিদ্ধান্ত নেবে। সেই বেঠকে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানায়।

ফ্যামিলি টেক্স: ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ফ্যামিলি টেক্সের পরিচালনা পর্ষদ ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৪ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২.৯৮ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।

আজকের বাজার:এলকে/এলকে ২৬ নভেম্বর ২০১৭