সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২৪ডিসেম্বর উভয় পুঁজিবাজারে প্রধান প্রধান সূচক কমেছে। এদিন হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম
স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ৬১৫৯ পয়েন্টে।
রোববার ডিএসইতে ৩৫৯ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮.০২ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৭৩ টাকা। এদিন ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯০৪৪ পয়েন্টে।
সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৩৪ লাখ টাকার। যা আগের দিন থেকে ২২ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩৩ লাখ টাকা। সেই সঙ্গে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।
আজকের বাজার:এসএস/২৪ডিসেম্বর ২০১৭