সপ্তাহের সেরা লেনদেনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এ সপ্তাহে ১ কোটি ৬৪ লাখ শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি। যার বাজার মূল্য ২৫৫ কোটি ৯৫ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। সপ্তাহ জুড়ে এ কোম্পানিটি লেনদেন করেছে এক কোটি ৪১ লাখ শেয়ার। যার বাজার মূল্য ৯৭ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-উনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রাইম টেক্সটাইল, বেক্সিমকো, ফরচুন সুজ, প্যারামাউন্ট টেক্সটাইল ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

আরএম/