সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং ফুড

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানির শেয়ারটির দর ৩২ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী,আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২১ কোটি ৬২ লাখ ৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১০৮ কোটি ১০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের দর বেড়েছে ৩২.৬০ শতাংশ। আলোচ্য সপ্তাহে প্রতিদিন গড়ে ২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ২২.১১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৪৩ কোটি ৪৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ডিয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টসে ১৯.৮৯ শতাংশ, পেনিনসুলা চিটাগাংয়ে ১৯.৭৬ শতাংশ, ফারইষ্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ১৯.৬১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সে ১৮.৮৮ শতাংশ, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সে ১৭.৩০ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সে ১৬.৯৯ শতাংশ এবং বিডি অটোকার্সে ১৫.৭৬ শতাংশ দর বেড়েছে।

আজকের বাজার: এলকে/এলকে ৮ জুলাই ২০১৭