বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লাভের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ।
ডিএসই সূত্রের তথ্য মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৫ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৩৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৭ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ১৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬ কোটি ২০ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৩১ কোটি ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-এইচ আর টেক্সটাইল লিমিটেড ৮ দশমিক ৪১ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৮ দশমিক ০৮ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ দশমিক ৯৫ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৭ দশমিক ০৪ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড ৬ দশমিক ৭৯ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫ দশমিক ৮৪ শতাংশ এবং আমরা টেকলোলজিস লিমিটেডের ৫ দশমিক ৭৯ শতাংশ দর বেড়েছে।
আজকের বাজার: এলকে/এলকে ১৬ জুন ২০১৭