লেনদেন বাড়লেও সপ্তাহে শেষে নিম্নমূখী বাজার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের সামান্য উত্থানে লেনদেন শুরু হয়েছিল দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। এরপর সারাদিনই সূচকের উত্থান পতনে লেনদেন চলে। দিনশেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর কমেছে লেনদেন চলেছে। আজ গতদিনের চেয়ে বেড়েছে মোট লেনদেনের পরিমান।ডিএসইতে মোট লেনদেন ছাড়িয়েছে গেছে ৩৯৫ কোটি ২৯ লাখ টাকা যা গত দিনের চেয়ে ৮৫ কোটি ৬৯ লাখ টাকা বেশি।

ঢিাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ২ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ১৩০ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১ টির দর কমেছে ২০৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১২ কোটি ২১ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭২৪ পয়েন্টে। লেনদেন হওয়া ২৮৬ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৫০ টির দর বাড়ে ১১১ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৫ টির দর।

 

আজকের বাজার/মিথিলা