সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন সুচকপতনের তালিকার শীর্ষে অবস্থান করছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০.০৬ শতাংশ।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৬১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সুচকপতনের দ্বিতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ৮.৯৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৭ কোটি ৩০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩৬ কোটি ৫০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ৮.৮৭ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৯৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৯ কোটি ৮৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া সুচকপতনে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে ৭.৩১ শতাংশ, ইমাম বাটনে ৪.৭৩ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজে ৪.৫২ শতাংশ, মডার্ন ডাইংয়ে ৩.৯৩ শতাংশ, লিগ্যাছি ফুটওয়্যারে ৩.৮০ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ৩.৬৪ শতাংশ এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সে ৩.১২ শতাংশ দর কমেছে।
আজকের বাজার: এলকে/এলকে ৮ জুলাই ২০১৭