সপ্তাহ শুরু ব্যাপক দরপতনে

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে ডিএসই তে ৫০০ কোটি টাকাও লেনদেন ছাড়ায়নি।এদিন দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানোর সংখ্যাটা অনেক বেশি। আজ সারাদিনই নি¤œমূখী প্রবনতায় লনদেন হয়েছে উভয় স্টক এক্সচেঞ্জে। আর গত দিনের চেয়ে উভয় স্টক এক্সচেঞ্জেই কমে গেছে মোট লেনদেনের পরিমান।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৫০ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৬০৪ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২৭৯ টির, বেড়েছে মাত্র ৪২ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪ টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৪৭৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ১৩ কোটি ৪৪ লাখ ২৭ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৪৫ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৩১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৯১ টির, দর বাড়ে মাত্র ২৬ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১৪ টির দর।

 

আজকের বাজার/মিথিলা