“সফরের আগেই অজিদের জন্য সতর্কবাণী ”

চলতি আগস্ট মাসের শেষ দিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল বাংলাদেশ সফর নিয়ে সতর্কবাণী শুনিয়েছেন অজিদের। তার মতে অস্ট্রেলিয়ার জন্য এক কঠিন সফর হতে যাচ্ছে এটি।

২৭ আগস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। শেষ টেস্ট ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে।

টেস্টে বাংলাদেশ উন্নতি করেছে বলে মনে করেন ইয়ান চ্যাপেল। ইয়ান চ্যাপেল বলেন, “অনেক কঠিন একটা সফর হবে। আমি মনে করি না যে তারাও এটি ছাড়া অন্য কিছু বিশ্বাস করে।”

কঠিন হওয়ার কারণ হিসেবে চ্যাপেল চিহ্নিত করেছেন কন্ডিশন ও গত এক-দেড় বছরে টেস্টে বাংলাদেশের ব্যাপক উন্নতিকে। তবে সাম্প্রতিক সময় অস্ট্রলিয়ার  ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ক্রিকেটারদের মাঝে বেতন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তার তেমন প্রভাব থাকবে না বলে মনে করেন চ্যাপেল।

তিনি বলেন, “দেনা-পাওনার বিতর্কের কারণে সফরটা খুব কঠিন হবে তা নয়, এটা কঠিন হবে বাংলাদেশের কন্ডিশনের জন্য এবং গত দেড় বছর বাংলাদেশ সত্যি উন্নতি করেছ।”

এদিকে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগারদের। তারা মনে করে অজিদের হারানোর সামর্থ্য আছে তাদের। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ক্রিকেটাররা। প্রধান কোচ চন্ডিকার ভাবনা আবার একধাপ উপরে। তার লক্ষ্য হোয়াইটওয়াশ।

আজকের বাজার: সালি/ ৮ আগস্ট ২০১৭