শনিবার সংবাদ সম্মেলনে স্মিথের দলকে ধন্যবাদ জানান মুশফিকুর রহিম।
মুশফিক বলেন, ‘আমরা ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ দিতে চাই। কারণ তারা এসেছে। তারা না এলে দুটা টেস্ট আমরাদের কম খেলা হতো। তাদের আসাটা বাংলাদেশের ক্রিকেট দর্শকদের জন্যও অনেক আনন্দের ব্যাপার।’
দিনকে দিন ক্রমশ উন্নতি করা বাংলাদেশ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো একটি সিরিজই উপহার দিতে পারবে বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন মুশফিক, ‘গত আড়াই বছর আমরা ভালো খেলার এবং ভালো একটা দল দাঁড় করানোর জন্য চেষ্টা করছি। খেলার সময় যাতে আমরা কাজটা ঠিকঠাকমত করতে পারি। আশা করি বিশ্ব ক্রিকেট খুব ভালো একটা সিরিজ পেতে যাচ্ছে।’
টেস্টে দল চাপে পড়লেই মুশফিকের ভালো খেলার একটা অদ্ভুত রীতি আছে। এর পেছনে কোনো রহস্য আছে কি? মুশফিক জানালেন উত্তর, ‘রহস্য তো তেমন কিছু নয়। সবাই চেষ্টা করে ভালো খেলার। শুধু আমি নই, আমাদের তো আরওব্যাটসম্যান আছে। সবাই প্রয়োজনের সময় দলের জন্য অবদান রাখতে চায়। দুই টেস্টে পুরো ম্যাচ খেলতে পারলে, অন্তত চারটা ইনিংস পাবো। চেষ্টা করবো যতোটা সম্ভব ভালো খেলতে এবং দলকে ভালো নেতৃত্ব দিতে।’
আজকের বাজার: সালি / ২৬ আগস্ট ২০১৭