শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত - মার্চ ১৩, ২০১৮ ৭:৫৩ পিএম
সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
এর আগে সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তার সফরসঙ্গীদের নিয়ে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চারদিনের সফরে গত রোববার সিঙ্গাপুর যান। কিন্তু গত সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় দুর্গত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরেছেন।
আরএম/
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.