দক্ষিণ আফ্রিকা সফর এখন পর্যন্ত বাংলাদেশের জন্য হতাশার। টেস্ট সিরিজে বাজেভাবে হোয়াইটওয়াশ হওয়ার পর টাইগাররা হেরেছে প্রথম ওয়ানডেতেও, এমনকি হার কপালে জুটেছে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষেও।
দলের এমন ব্যর্থতায় স্বাভাবিকভাবেই অনেকে পাচ্ছেন ‘অন্য কিছু’র গন্ধ। এই ‘অন্য কিছু’ দলের ভেতরকার কোন্দলের গন্ধই। টেস্ট সিরিজে প্রেস কনফারেন্সে বোমা ফাটিয়ে টিম ম্যানেজমেন্টের নামে নেতিবাচক কথা বলেছিলেন মুশফিক। প্রথম ওয়ানডেতে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরির পর সেই বিতর্ক অনেকে কিছুটা ভুলে গেলেও ঐ ম্যাচেই জন্ম নিয়েছে নতুন বিতর্ক। একজন মিডিয়া কর্মীর দাবি অনুযায়ী, শনিবার অর্থাৎ প্রথম ওয়ানডের আগের দিন অনুশীলনের সময় কোচের সাথে মেজাজ দেখিয়ে ব্যাট ছুঁড়ে ফেলেছিলেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। এর জেরেই নাকি প্রথম ম্যাচে দলে ছিলেন না বর্তমান বিশ্বের অন্যতম সেরা ওপেনার।
তবে ম্যানেজমেন্ট বলছে, ইনজুরির কারণে ব্লুমফন্টেইন টেস্ট মিস করা তামিম পুরোপুরি ফিট না হওয়ায়ই প্রথম ওয়ানডেতে দলে রাখা হয়নি তাকে। এমন দাবি তামিমের নিজেরও। সম্প্রতি এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে দেশসেরা ব্যাটসম্যান বলেন, ইনজুরি সারিয়ে উঠলেও পুরোপুরি ফিট হয়ে না উঠায় ফিজিও তাকে প্রথম ম্যাচে রাখার ঝুঁকি নেননি। কেননা এখনও আরও চারটি ম্যাচ বাকী রয়েছে সফরে। তবে তামিমের ব্যাট ছুঁড়ে ফেলার কাহিনী নিয়ে চলছে জলঘোলা। এ প্রসঙ্গে তিনি বলেন,“নেটে শেষ বলটা আমি ভালোভাবে খেলতে পারিনি। সে জন্য নেট থেকে এসে নিজের ওপরই রাগ করে ওটা করেছি। ও রকম কিছু হলে তো আমি পরের ম্যাচেও খেলতাম না। এগুলো কিছুই না। আমি খেলতেই চেয়েছিলাম। কিন্তু ফিজিও বলল, এই ম্যাচ খেলাটা আমার জন্য ঝুঁকিপূর্ণ হবে।”
তামিমের সাথে সুর মিলিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তিনি বলেন, “কোচের সঙ্গে তামিমের সমস্যা হয়েছে, ও রকম কিছু তো দেখলাম না। ওই সময় তো আমিও নেটে বল করছিলাম।”
পারফরমেন্স খারাপ হওয়ার পেছনে অনেক সময় দলের ভেতরকার নানা সমস্যা থাকে। তবে পারফরমেন্স খারাপ হয় দলের সম্পর্ক ঠিক থাকলেও। পরম এই ব্যাপারটি ভেবেই এখন সমর্থকদের আশা, আদৌ কিছু হয়নি দলের মধ্যে। হয়ত দক্ষিণ আফ্রিকা সফরেই জ্বলে উঠবে টাইগাররা, হয়ে উঠবে পুরনো বাংলাদেশ।
আজকের বাজার: সালি / ১৭ অক্টোবর ২০১৭