সবকিছু ডট কমের অনলাইন সেবায় যুক্ত হলো সুফি ফ্যাশন

দেশীয় তৈরি পোষাক শিল্পের স্বনামধন্য ব্র্যান্ড সুফি ফ্যাশনের সাথে চুক্তিবদ্ব হলো সবকিছু ডট কম। বুধবার ঢাকার পুরানা পল্টনে অবস্থিত সুফি ফ্যাশন লিমিটেডের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয় ।

অনুষ্ঠানে  সুফি ফ্যাশনের ব্যাবস্থাপনা পরিচালক ফয়সাল মাহফুজ এবং সবকিছু ডট কমের প্রধান বিপনন কর্মকর্তা ইব্রাহিম খলিল ফয়সাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান সবকিছু ডট কম এর ঊপদেষ্টাসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা ।

সুফি ফ্যাশনের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, টি-শার্ট, পোলো শার্ট, মহিলাদের পোষাক, বাচ্চাদের পোষাকসহ সব ধরনের পন্য অনলাইনে বাজারজাত করবে সবকিছু ডট কম।একই সাথে কর্পোরেট সেলসও করবে এই অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান । ইতিমধ্যেই  সুফি ফ্যাশন দেশের পোষাক শিল্পে সুনাম অর্জন করে এখন মধ্য প্রাচ্যের কয়েকটি দেশে কার্যক্রম হাতে নিয়েছে।

জাকির/আরএম/