সবচেয়ে বেশি কষ্টে আছে নিম্নআয়ের মানুষ

কোভিড নাইনটিনের মতো অদৃশ্য অনুজীবের ছোবলে লন্ডভন্ড বিশ্ব অর্থনীতি। যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের সব শ্রেনীপেশার মানুষের মাঝে।

সবচেয়ে বেশি কষ্টে আছেন, নিম্নআয়ের মানুষ। আসছে রমজানে এসব মানুষের দুর্দশা আরো বাড়বে। তবে, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা এগিয়ে আসলে অসহায় মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও কমবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশ মেনে, ঘরবন্দি সারা দেশের মানুষ। এমন পরিস্থিতিতে সবচেয়ে সংকটে আছেন, নিম্নআয়ের মানুষজন। আয়-রোজগারহীন সামনের দিনগুলো কেমন কাটবে, সেই চিন্তাই এখন অহর্নিশ।

সরকারের একার পক্ষে দেশের বিশাল দরিদ্র জনগোষ্ঠীর অভাব মেটানো সম্ভব নয়। তাই সরকারের পাশে দাড়িয়েছে, অনেক বেসরকারি সংস্থাও।

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের সংগঠন-‘সবাই মিলে সবার ঢাকার’ কাছে তুরস্কের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সাড়ে তিন হাজার ত্রাণ সামগ্রী তুলে দেন দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

মেয়রের আশা, দুর্যোগের এই সময়ে আরও বেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি এগিয়ে আসবেন।