সবাইকে নিয়ে খুলনার উন্নয়নে কাজ করতে চান খুলনা সিটি করপোরেশনের নতুন মেয়র তালুকদার আবদুল খালেক।
বুধবার (১৬ মে) খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন মেয়র।
এ সময় তিনি খুলনা মহানগরীর জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যা সমাধানে তার দেয়া প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন।
মঙ্গলবার( ১৫মে) খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আরজেড/রাজ